Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও ‘সহনীয়’ ঢাকার বাতাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১০:৫০ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১২:২৬

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: গত কয়েক দিনের মতো আজও সহনীয় পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস। তবে সহনীয় পর্যায়ে থাকলেও সোমবারের তুলনায় আজ শহরের বাতাসে বেশি দূষণ নির্দেশ করে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার জানিয়েছে, আজ ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৮৬, যা “সহনীয়” হলেও গতকালের চেয়ে বেশি দূষণ নির্দেশ করে। সোমবার ঢাকার একিউআই ছিল ৯২, তখন শহরটির অবস্থান ছিল ১৬তম, আর আজ ১৯তম।

আজ বিশ্বের বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির বায়ুমান আজ ২১৬, যা খুবই অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো—ভিয়েতনামের হ্যানোয়, কাতারের দোহা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা ও পাকিস্তানের লাহোর। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৭৩, ১৭১, ১৭০ ও ১৬০।

বিজ্ঞাপন

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ, যা বিপজ্জনক ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস PM2.5 নামে পরিচিত অতিক্ষুদ্র বস্তুকণা, যা শ্বাসতন্ত্র, হৃদ্‌রোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো রোগের ঝুঁকি বাড়ায়।

২০২৩ সালের নভেম্বরে প্রকাশিত ব্রিটিশ মেডিকেল জার্নালের (BMJ) এক গবেষণা অনুযায়ী, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ুদূষণে বিশ্বব্যাপী বছরে ৫২ লাখ মানুষ মারা যান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গৃহস্থালি ও বাইরের পরিবেশ দূষণের সম্মিলিত প্রভাবে প্রতি বছর মারা যান প্রায় ৬৭ লাখ মানুষ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিনের বায়ুদূষণের কারণে ঢাকায় বাইরে বের হওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকায় বায়ুদূষণ বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর