Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১১:৪০ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১১:৪২

বুড়িচং থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে এক বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, বিষপানে তাদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার রামপুর গ্রামের গ্রামের আবুল খায়েরের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত দুইজন হলেন— ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মিহির হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তার বড় মেয়ে মিশু আক্তার (১৪)।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক বলেন, ‘বিভিন্ন উৎস থেকে ঋণ নেওয়ার পর তা পরিশোধে অক্ষম হয়ে মীর হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে যান। পরে বুড়িচংয়ের রামপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে তারা ভাড়া বসবাস শুরু করেন। চলমান আর্থিক সংকট ও দাম্পত্য কলহের জেরে সোমবার (২৮ জুলাই) রাতের কোনো এক সময় মা ও মেয়ে বিষপান করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার পরপরই মীর হোসেন পালিয়ে যান। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ থানায় আনা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মো. আজিজুল হক বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। একইসঙ্গে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, সেটিও আমরা তদন্ত করে দেখছি।

সারাবাংলা/ইআ

মা-মেয়ের মরদেহ উদ্ধার