Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটে ক্লাস শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১১:৪০

আজ থেকে ক্লাস শুরু হয়েছে কুয়েটে।

খুলনা: দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়েছে। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় অভিভাবকদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) থেকে কুয়েটের ক্লাস শুরু হয়েছে। কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন। ওইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে কুয়েটে অচলাবস্থা চলছে। ওই দিন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

কুয়েট ক্লাস শুরু

বিজ্ঞাপন

মুখ ও মুখোশের গল্প
২৯ জুলাই ২০২৫ ২২:৩৪

আরো

সম্পর্কিত খবর