Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ১০ বছরে বিএনপি-জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল: রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৪:৫১ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৬:৩৮

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বিগত ১০ বছরে বিএনপি-জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল। আপনারা সেটা জানেন। এখন চীনের কমিউনিস্ট পার্টি সব দলের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায়

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের চীন সফর সম্পর্কে মন্তব্য জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়। তবে বিগত ১০ বছরে বিএনপি-জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল। এখন এই সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চীন তদন্তে সহায়তা দেবে কি না জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, এই ঘটনায় চীন গভীর শোকাহত। বাংলাদেশ সরকার সহায়তা চাইলে চীন সহায়তা দিতে প্রস্তুত।

বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা স্বাভাবিক। বিভিন্ন দেশের সঙ্গে চীনের সম্পর্ক আছে। বাংলাদেশ, চীন ও পাকিস্তান ১২টি খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কখন হবে, সেটা বাংলাদেশ সরকার ও জনগণ সিদ্ধান্ত নেবে। আমি বিদেশি কূটনীতিক হিসেবে মন্তব্য করতে পারি না।

ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

আরও পড়ুন: ‘জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’

সারাবাংলা/একে/ইআ

চীনা রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর