Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ দফা বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৫:০৩ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৫:১১

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আলোচনা।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্র কাঠামো বিষয়ক ২০টি প্রস্তাবিত সংস্কারের মধ্যে এখন পর্যন্ত ১২টিতে রাজনৈতিক দলগুলো আংশিক বা পূর্ণ ঐকমত্যে পৌঁছেছে। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আলোচনার ২১তম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও নিয়োগ প্রক্রিয়া এবং নারী প্রতিনিধিত্ব প্রসঙ্গেও আলোচনা হয়।

একমত হওয়া ১২টি বিষয় হচ্ছে:

  • সংবিধানের ৭০ অনুচ্ছেদে নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করা
  • সংসদের স্থায়ী কমিটির সভাপতিত্বে ভারসাম্য আনা
  • নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের নীতিমালা সংস্কার
  • রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের বিধান পুনর্বিবেচনা
  • বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ
  • জরুরি অবস্থা ঘোষণার কাঠামো নির্ধারণ
  • প্রধান বিচারপতির নিয়োগে নোট অব ডিসেন্ট
  • সংবিধান সংশোধনের প্রক্রিয়া পর্যালোচনা
  • প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা প্রসঙ্গে আলোচনা (নোট)
  • নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতি সংস্কার
  • প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ
  • পুলিশ কমিশন গঠন

কমিশন থেকে জানানো হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে একমত হওয়া বিষয়গুলোর চূড়ান্ত রূপ দিতে হবে।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত আছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এবি পার্টিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সারাবাংলা/এফএন/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর