Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৫:১০

ট্রলারডুবি। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে ছয়জন জেলে নিখোঁজ রয়েছেন। এদিকে, চারদিন সমুদ্রে ভেসে থাকার পর নয় জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছ ধরার ট্রলার।

মঙ্গলবার (১৯ জুলাই) ভোররাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, গত শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

এদিকে উদ্ধার হওয়া জেলেরা বলেন, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যায়। পরদিন সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তান্ডবে তাদের ট্রলারটি দুমড়ে মুচড়ে গিয়ে ডুবে যায়। এ সময় তাদের কাছ থেকে একজন হারিয়ে যায়। তারা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দফায় আরও পাঁচজন হারিয়ে যায়। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছলে গতকাল (মঙ্গলবার) রাতে দুটি ট্রলার ওই নয় জেলেকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘এ ঘটনায় গত ২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা নিখোঁজ ছয় জেলেকে সন্ধানের চেষ্টা চালাচ্ছি।’

সারাবাংলা/এসডব্লিউ

জেলে নিখোঁজ ট্রলারডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর