ঢাকা: আজ সন্ধ্যার মধ্যেই দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া সারাদেশে মৌসুমি বায়ুর সক্রিয়তায় আগামী পাঁচদিন বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সই নদীবন্দর সতর্কবার্তায় জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। এই অবস্থান দেশের আবহাওয়া সক্রিয় রেখেছে।
আবহাওয়া অধিদফর নদীবন্দর এলাকা ও সমুদ্র উপকূলীয় অঞ্চলের মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।