Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনার অপরাধ ১৯৭১ সালের চেয়েও জঘন্য: আসিফ নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৬:০৭

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ঢাকা: আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশে যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই।

তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, তা নৃশংসতার দিক থেকে মুক্তিযুদ্ধকালীন অপরাধকেও ছাপিয়ে গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে ‘জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ বলেন, ‘মরদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে হত্যা করা, নিরস্ত্র জনগণের ওপর গুলিবর্ষণ—এসব ঘটেছে ২০২৪ সালে। এমন ঘটনা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর মধ্যেও দেখিনি। ১৯৭১ সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে। কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই। কিন্তু ২০২৪ সালে দেশের মাটিতেই এসব দেখেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘২৫ মার্চের কালরাত ছিল ভয়ংকর, তবে সেটি ঘটিয়েছিল একটি বিদেশি বাহিনী। আর ২০২৪ সালের ঘটনাগুলো ঘটিয়েছে একটি স্বাধীন দেশের সরকার। এটাই সবচেয়ে বেদনাদায়ক।’

জুলাই গণআন্দোলনে নিহতদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে এবং তা হবে সুষ্ঠুভাবে। আমাদের সরকারের আমলেই জনগণ কাঙ্ক্ষিত রায় পাবে।’

আসিফ নজরুল বলেন, এমনভাবে বিচার ও প্রমাণ উপস্থাপন করা হবে, যাতে ভবিষ্যতের কোনো সরকারও চাইলে সেই বিচার থেকে সরে আসতে না পারে। আমি বিশ্বাস করি, বিএনপি-জামায়াত বা অন্য যেই সরকারই আসুক, তারা বিচার থেকে মুখ ফিরিয়ে নেবে না। কারণ, তারাও এক সময় নিপীড়নের শিকার হয়েছে।’

সারাবাংলা/এফএন/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর