ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে শুধু বোয়িং নয়, আরও কিছু কেনা হবে। ওই একটা প্যাকেজ নিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র গেছে, কী কী কিনতে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সামরিক সরঞ্জাম কেনা হবে কি না- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, সেটা আমি বলবো না। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন-কে প্রশ্ন করেন।
এছাড়া ২৫টি বোয়িং বিমান কিনতে কত খরচ হবে- এ প্রশ্নেরও কোনো জবাব দেননি তিনি।