Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলা ইসরাফিলের প্রতিক্রিয়া
আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৭:০৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৭:২১

জাতীয় নাগরিক কমিটির সদস্য। ছবি: সংগৃহীত

ঢাকা: নীলা ইসরাফিল এনসিপির কেউ নন, তিনি শুধু নাগরিক কমিটিতে ছিলেন— জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন তাকে নিয়ে এমন মন্তব্যের পর নীলাও এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) নীলা তারা ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না।’ তিনি প্রশ্ন তোলেন— ‘আপনারা এতদিন আমাকে কীসের ভিত্তিতে রেখেছিলেন?’

নীলা ইসরাফিল লেখেন, ‘আজ যখন আপনাদের নেতার অনাচার ও অপরাধের বিরুদ্ধে আমি মুখ খুলেছি, তখন আমি আপনাদের কেউ না? এতদিন আমার কণ্ঠ, ত্যাগ আর পরিচয় আপনাদের কাজে লাগলেও তখন তো কোনো সমস্যা ছিল না। আপনারা কি সত্যিকার অর্থে রাজনীতি করেন, না শুধু ক্ষমতা ও নারীকে ব্যবহার করে ছুড়ে ফেলার কারখানা চালান?’

বিজ্ঞাপন

নীলার দাবি, এনসিপি এখন তাকে অস্বীকার করছে যেন তিনি কখনো দলের অংশই ছিলেন না। তিনি প্রশ্ন তোলেন, ‘আপনাদের অপরাধ ঢাকতে এখন আমাকে অস্বীকার করছেন? সত্য বললেই কি নারীদের বিচ্ছিন্ন করে ফেলা হয়? এটা কি আপনাদের রাজনৈতিক নৈতিকতা?’

নীলা আরও বলেন, ‘একজন নারী অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে তাকে দলহীন, আশ্রয়হীন দেখিয়ে ফেলা কি আজকের রাজনীতির নিয়ম হয়ে দাঁড়িয়েছে? আমি দল বা ব্যক্তি পরিচয়ে নয়, আমি সত্যের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না।’

সাবেক এই এনসিপি নেত্রীর এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নারী রাজনীতিকদের দলীয় ব্যবহার ও অস্বীকৃতির ইস্যুটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও এনসিপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নীলার অভিযোগের কোনো জবাব দেয়নি।

উল্লেখ্য, এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল।

সারাবাংলা/এফএন/পিটিএম

এনসিপি নীলা ইসরাফিল প্রতিক্রিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর