ঢাকা: অবৈধ সম্পদ অর্জনসহ সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মামলাটি করা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৭ লাখ ১১৯০ টাকা মূল্যের সম্পদ অর্জনসহ ভোগদখলে রাখেন আসাদুজ্জামান নূর। এ ছাড়া নিজ নামের ১৯টি ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলনসহ মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূর গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে আছেন।