Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসিআর বৃত্তি নিয়ে ভারত যাচ্ছেন ৫৫০ বাংলাদেশি শিক্ষার্থী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৭:৩০

ভারতের আইসিসিআর বৃত্তি পাওয়া ৫৫০ বাংলাদেশি শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি-২০২৫ সালের জন্য নির্বাচিত হয়ে ভারত যাচ্ছেন ৫৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী।

সারাদেশ থেকে নির্বাচিত বৃত্তিপ্রাপ্তদের জন্য সোমবার (২৮ জুলাই) ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার প্রণয় ভার্মা বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। প্রণয় ভার্মা ভারতে তাদের শিক্ষাজীবন নিজেদের পেশাগত অগ্রগতি এবং ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন বন্ধুত্বের সেতুবন্ধ গড়ার ক্ষেত্রেও ব্যবহারের অনুরোধ করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তৃতায় হাইকমিশনার উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি গভীর ও স্থায়ী বন্ধন বিদ্যমান, যা আমাদের অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে উভয় দেশের যৌথ ত্যাগের মাধ্যমে গড়ে উঠেছে।

তিনি বলেন, ‘এই বৃত্তি কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণসমাজ এই বন্ধনকে আরও দৃঢ় করা এবং আমাদের যৌথ ভবিষ্যৎ গঠনের কাজে অবদান রাখছে।’

উল্লেখ্য, ২০২৫ সালে ৬ হাজার ৪০০টিরও বেশি আবেদনের মধ্যে সারা বাংলাদেশ থেকে প্রায় ৫৫০ জন শিক্ষার্থীকে আইসিসিআর প্রদত্ত মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। আইসিসিআর বৃত্তি হল ভারত সরকারের একটি প্রধান কর্মসূচি, যা মেধাবী বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের শীর্ষস্তরের প্রতিষ্ঠানগুলিতে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, সাহিত্য, মানবিকতা এবং চারুকলাসহ বিভিন্ন শাখায় স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি কোর্স করার সুযোগ করে দেয়।

সম্পূর্ণ বেতনভুক্ত এই বৃত্তি শিক্ষার্থীদের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) এবং ভারতের অনেক নামিদামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার একটি অনন্য সুযোগ দিয়ে থাকে। সম্পূর্ণ বেতনভুক্ত বৃত্তির পাশাপাশি, বৃত্তিপ্রাপ্তরা দৈনন্দিন খরচ মেটাতে আইসিসিআর থেকে মাসিক বৃত্তিও পান।

সারাবাংলা/একে/পিটিএম

৫৫০ শিক্ষার্থী বাংলাদেশি বৃত্তি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর