Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুরের আওয়ামী লীগ নেতা আশরাফুল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৮:০৩

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে শহরের গোলাহাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, আশরাফুল আলম গত বছরের ৩১ আগস্ট জেলা বিএনপি দায়ের করা একটি রাজনৈতিক মামলার আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পোগন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসআর

আওয়ামী লীগ নেতা গ্রেফতার নীলফামারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর