ফরিদপুর: ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাইফুর রহমান উজ্জল (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক শামীমা পারভীর এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি সাইফুর রহমান উজ্জল জেলা শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়ক এলাকার মহিউদ্দন সরদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পরিবার ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুরের মহিউদ্দিনের বাড়িতে ভাড়া থাকত। ২০২৩ সালের ২১ অক্টোবর রাতে বাড়ির মালিকের ছেলে- আসামি সাইফুর রহমান উজ্জল ভাড়াটিয়ার ১১ বছর বয়সী শিশু কন্যাকে ফুসলিয়ে ঘর থেকে বাইরে নিয়ে যায়। এরপর বাড়ির পাশের মাঠে নিয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।