Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে ছাত্র-জনতা মেনে নেবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৯:২৩ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৯:২৮

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

ঢাকা: জুলাই সনদ ও ঘোষণাপত্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের চিন্তার অনুলিপি হলে ছাত্র-জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম লেখেন, ‘কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি। জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। জুলাই মানে আমূল পরিবর্তন।’

তিনি আরও লেখেন, ‘জুলাই ঘোষণায় শহিদ-গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। শহিদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে। প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে। কিন্তু কোনো দল বা গোষ্ঠীর তাঁবেদারি মেনে নেওয়া হবে না। মাইন্ড ইট।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘জুলাই সনদ’-এর খসড়া প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সনদের কিছু অংশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

সারাবাংলা/এফএন/এইচআই

ছা্ত্রশিবির জাহিদুল ইসলাম জুলাই সনদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর