Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যয় হবে ১ হাজার ৬৭১ কোটি টাকা
দুই কার্গো এলএনজি আমদানিসহ ক্রয় কমিটিতে ৬ প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৯:১৫

– ছবি প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া থেকে এলএনজি কার্গো আমদানিসহ ৬টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৬৭১ কোটি ৩৬ লাখ টাকা। এছাড়া একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো (চলতি পঞ্জিকা বছরের ৩৭ ও ৩৯ তম) এলএনজি আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৭তম কার্গোটি সরবরাহ করবে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড’। প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৯৭ ডলার দরে এতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে প্রায় ৫০২ কোটি ৯৫ লাখ টাকা।
দ্বিতীয় কার্গোটি (৩৯ তম) কেনা হবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ‘মেসার্স পসকো ইন্টারন্যাশ কর্পোরেশন’ থেকে। প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৯৫ ডলার দরে এতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে প্রায় ৪৮৬ কোটি ৪২ লাখ টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের পূর্তকাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে যৌথভাবে ‘স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ ও ‘এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড’। এতে ব্যয় হবে প্রায় ২৮৮ কোটি ৯ লাখ টাকা।

বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পায়রা সমুদ্র বন্দরের প্রখম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (২য় সংশোধিত ‘ কাজ বাস্তবায়নে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে যৌথভাবে চীনা প্রতিষ্ঠান এইচপি ও এনজে।

বৈঠকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডিজিটাল ও অর্থনীতি শক্তিশালীকরণ’ প্রকল্পের একটি প্যাকেজ কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে ‘স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম (প্রাইভেট) লিমিটেড’। এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৪৭ লাখ টাকা।

বৈঠকে ঢাকা ওয়াসার এক্সপান্ডেড ঢাকা ওয়াটার সাপ্লাই রেজিল্যান্স প্রজেক্ট’-এর আওতায় একটি প্যাকেজ কাজ সম্পাদনে পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজে যৌথভাবে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে জেডব্লিউএম, দেবকন ও জিকেডব্লিউ।

ছয় প্রস্তাবের বাইরে এছাড়া বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ‘পঞ্চবটি থেকে মুক্তাপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ কাজের পরামর্শক ব্যয়ের একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বাড়ছে ১৪ কোটি ৩৭ লাখ টাকা।

সারাবাংলা/আরএস

এলএনজি আমদানি ক্রয় কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর