Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলেকে হত্যার পর বাবা-মায়ের থানায় আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৯:৪৮

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করার পর থানায় আত্মসমর্পণ করেছেন বাবা জাফর গাজী ও মা নাজমা বেগম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ভরপাশা গ্রামে তাদের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত হাসান গাজী (২২) ওই দম্পতির একমাত্র সন্তান ছিলেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, নিহত হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রতিদিনের মতো নেশার টাকার জন্য বাবা-মায়ের সঙ্গে ঝগড়া শুরু করেন তিনি। একপর্যায়ে বাবা-মা মিলে লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন। পরে তারা সরাসরি বাকেরগঞ্জ থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।

বিজ্ঞাপন

নিহত হাসানের চাচী কহিনুর বেগম জানান, হাসান বাবা-মায়ের কথা শুনত না। প্রায়ই নেশার টাকার জন্য সংসারে অশান্তি করত। আজ বিকেলেও হাসানের বাবা-মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায় হাসানকে লোহার রড দিয়ে পিটাতে থাকে তার বাবা-মা। আমি বার বার থামানোর চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবেই তাদের থামাতে পারলাম না। এরপর হাসান ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। এরপর তার বাবা-মা দু’জনে থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। অভিযুক্ত বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসএস

আত্মসমর্পণ ছেলে বাবা-মা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর