Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসইসি’র কমিশনার হলেন মো. সাইফুদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৯:৩৫

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুদ্দিন। আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ জুলাই) তাকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে ও সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, মো. সাইফুদ্দিন সিএফএ-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫(২) মোতাবেক তার যোগদানের তারিখ হতে পরবর্তী চার বছর মেয়াদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

তার বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মো. সাইফুদ্দিন বর্তমানে আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/একে/আরএস

কমিশনার বিএসইসি মো. সাইফুদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর