ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে গণতন্ত্র পুনরায় হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মঞ্জু বলেন, ‘বিতর্কমুক্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন ও চর্চা না হলে গণতন্ত্র আবার হুমকির মুখে পড়বে। এটি ফিরিয়ে আনার প্রাথমিক ধাপ হিসেবে বিচার বিভাগের সংশ্লিষ্টতাসহ ত্রয়োদশ সংশোধনীর প্রত্যাবর্তন বিবেচনা করা যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি চালু করা গেলে সেটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।’
সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে সুস্পষ্ট রাজনৈতিক ঐকমত্য এখন সময়ের দাবি। এই বিষয়ে যদি সংসদে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়, তবে চলমান ঐকান্তিক প্রচেষ্টা অর্থহীন হয়ে পড়বে।’
তারা উভয়েই দাবি করেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিকতা এবং স্বচ্ছ আলোচনার পরিবেশ জরুরি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রতি জনমত ও আস্থার প্রতিফলন ঘটিয়ে একটি সমাধান বের করে আনা এখন সময়ের দাবি।