কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মো. ইউছুপ ভূঁইয়া টিপু (২৮) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন এবং ছয়জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফেনীর সোনাগাজীর মেহেদী হাসান জামশেদ (২১) ও শহীদুল ইসলাম মাসুদ (৩২)।
১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন- জসিম উদ্দিন পাটোয়ারী, জামাল হোসেন মানিক, একরামুল হক মিলন, ইব্রাহিম ওরফে বড় মিয়া, আলাউদ্দিন তোতা ও শাহাবুদ্দিন। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ২০০৯ সালের ১৬ মে রাত ২টার দিকে চৌদ্দগ্রামে নিজ বাড়ির পাশে ডাকাতদের গুলিতে নিহত হন ব্যবসায়ী ইউছুপ ভূঁইয়া। পরদিন নিহতের বাবা মো. আলী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
মামলার বিচার চলাকালে তিন আসামি মারা যান এবং ছয়জনকে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. ইফতেখার হোসেন, অ্যাডভোকেট ইকরাম হোসেন ও অ্যাডভোকেট জালাল উদ্দিন আহমেদ টিপু।