ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২৫-২৬ অর্থবছরে দুই হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানের নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ডিএনসিসির ৮ম করপোরেশন সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
প্রশাসক জানান, আগে বছরে মাত্র ৯০০ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবার এই উদ্যোগ চালু করছি। এখন থেকে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২ হাজার শিক্ষার্থী মাসিক সর্বোচ্চ ২ হাজার টাকা করে বৃত্তি পাবে।
ডিএনসিসি শিক্ষাবৃত্তির ক্ষেত্রে নতুন করে বৃত্তির পরিমাণ ও ক্যাটাগরি পুনর্বিন্যাস করেছে। এখন থেকে চারটি স্তরে- প্রথম-পঞ্চম শ্রেণি, ষষ্ঠ-অষ্টম, নবম-দশম এবং একদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন হারে বৃত্তি পাবে বলে জানানো হয়েছে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
সভায় ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে যেসব স্থানে ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, সেসব স্থানে ‘স্ট্রিট মেমোরি স্টাম্প’ স্থাপন করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। শহিদদের স্মৃতি সংরক্ষণ এবং ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়িত হবে।
এ ছাড়া, উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে অবস্থিত জুলাই শহিদদের ১৩টি কবর বাঁধাই করে স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সভায় শহরের পার্ক ব্যবস্থাপনায় সংস্কারমূলক সিদ্ধান্তও গৃহীত হয়। পঞ্চম করপোরেশন সভায় গুলশান ইয়ুথ ক্লাবের সঙ্গে ডিএনসিসির শহিদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্ক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনাবিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করা হয়। ক্লাবের আবেদনের প্রেক্ষিতে অষ্টম সভায় চুক্তিটি পুনর্বহাল করা হয়েছে। ফলে এখন থেকে গুলশান ইয়ুথ ক্লাবের তত্ত্বাবধানেই পরিচালিত হবে গুলশানের শহিদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্ক।
এ ছাড়া, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ পার্ক এবং ডা. ফজলে রাব্বি পার্কের দায়িত্ব গুলশান সোসাইটিকে এবং বনানী চেয়ারম্যান বাড়ি পার্কের দায়িত্ব বনানী স্পোর্টস এরিনাকে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ডিএনসিসির সম্পাদিত চুক্তি সভায় অনুমোদন দেওয়া হয়।
সভায় গুলশান এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ছয় মাস মেয়াদে পরীক্ষামূলকভাবে গুলশান সোসাইটিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।