Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকেরগঞ্জে ফাঁসি দিয়ে কুকুর হত্যা, একজনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ২০:৩৫

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে একটি কুকুরকে পিটিয়ে ও রশি দিয়ে গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে। অপর তিনজন থেকে নেওয়া হয়েছে মুচলেকা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি কুকুরকে অমানবিকভাবে হত্যা করা হচ্ছে। কুকুরটির গলায় রশি বেঁধে গাছের ডালের সঙ্গে টেনে ঝোলানো হয়েছে। এসময় নির্দয়ভাবে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) জরিমান ও মুচলেকা নেওয়া হয়। এর আগে রোববার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, স্থানীয় বাসিন্দা খোকন হাওলাদার বেশ কিছুদিন ধরে একটি কুকুরকে খুঁজছিলেন। তিনি প্রচার করে বেড়াচ্ছিলেন যে কুকুরটি পাগল, তাই কুকুরটিকে ফাঁসি দেওয়া হবে। রোববার কুকুরটিকে এলাকায় খুঁজে পাওয়ার পর খোকন হাওলাদারের নেতৃত্বে রায়হান মল্লিক, বায়েজিদ হাওলাদার ও সুমন গাজী মিলে সেটিকে ধরে আনেন।

এরপর কুকুরটির গলায় একটি লম্বা রশি বেঁধে সেই রশি গাছের ডালের ওপর থেকে একপ্রান্ত খোকন হাওলাদার ধরে রাখেন। তিনি রশি ধরে টান দিলে কুকুরটি ঝুলে ওপরে উঠে যায়। সে সময় তাদের মধ্যে একজন লাঠি দিয়ে পিটিয়ে কুকুরটিকে হত্যা করেন। বাকি দুজন এই পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে তারা নিজেরাই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই অমানবিক ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে কলসকাঠি ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার জানান, কুকুর হত্যার ঘটনায় জড়িত চারজনের মধ্যে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসআর

কুকুর হত্যা জরিমানা বরিশাল বাকেরগঞ্জে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর