Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ২০:৩৩

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা

ঢাকা: রাজধানীর ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস। এই ঘটনায় বাসের সামনের অংশ হেলে পড়েছে। একইসঙ্গে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ফার্মগেটে তেজগাঁও কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাসটির উপরের অংশ সম্পূর্ণভাবে ভেঙে গেছে এবং পিলারেও কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, ‘বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচ দিয়ে যাওয়ার সময় পিলারে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এইচআই

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাসের ধাক্কা বিআরটিসি রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর