Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ২০:৪০ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২০:৪৩

বরিশাল: ঝালকাঠির রাজাপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল হাওলাদার (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সাতুরিয়ার ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই দুপুর ১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছিলেন ওই শিশু। পথে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেয় সে। এ সময় একই এলাকার রেজাউল হাওলাদার ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল পালিয়ে যায়। শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি। আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসএস

গ্রেফতার ধর্ষণ যুবক শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর