Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐকমত্য কমিশনের ৬৫০ সংস্কার প্রস্তাবে একমত বিএনপি: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ২১:১১

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের ৭০০-এর বেশি সংস্কার প্রস্তাবনার মধ্যে ৬৫০টির সঙ্গে একমত হয়েছে বিএনপি। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনে ৭০০-এর বেশি প্রস্তাব। এর মধ্যে ৬৫০টিতে আমরা একমত হয়েছি। কিছু বিষয়ে আমরা মতপ্রকাশ করেছি, আবার কিছু প্রস্তাব আইনি ও প্রশাসনিক সংস্কারের পর্যায়ে রয়েছে। তবে সব কিছুই যে সনদে আসবে, তা নয়।’

সাংবিধানিক সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘সংবিধান সংশোধন একটি মৌলিক বিষয়। কী কী বিষয় জাতীয় সনদে যুক্ত হবে, তা এখনো জানানো হয়নি। যে প্রস্তাবগুলোতে একমত হয়নি, সেগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে।’

বিজ্ঞাপন

তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে প্রায় ৯০ শতাংশ প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকারকে নিয়ে পাঁচ সদস্যের বাছাই কমিটির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কমিশনের প্রস্তাব অনুযায়ী বিচার বিভাগ থেকে দুজন বিচারককে অন্তর্ভুক্ত করার বিপক্ষে মত দিয়েছে বিএনপি।’

তিনি আরও বলেন, ‘ঐকমত্য না হলে ১৩তম সংশোধনী পুনর্বহালের পথও খোলা রাখতে বলেছি।’

নারীদের ক্ষমতায়ন নিয়ে বিএনপি জানিয়েছে, বিদ্যমান ৫০টি সংরক্ষিত আসনের পরিবর্তে ১০০টি আসন সংরক্ষণের পক্ষে দলটি। পাশাপাশি আগামী নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫টিতে সরাসরি নারীদের নির্বাচন এবং পরবর্তী সময়ে তা ১০ শতাংশে উন্নীত করার পরামর্শ দিয়েছে বিএনপি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রের সব অঙ্গ নিয়মের মধ্যে স্বাধীনভাবে কাজ করবে—এটাই বিএনপির মূল লক্ষ্য।’

সালাহউদ্দিন জানান, বিএনপি সংবিধানকে ভারী করার পক্ষে নয় বরং বিদ্যমান আইনের কার্যকারিতা বাড়ানোর পক্ষে মত দিয়েছে। র‍্যাঙ্ক চয়েস বিষয়ে বিএনপির আপত্তি থাকলেও ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে আলোচনা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমরা চাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক।’

সারাবাংলা/এফএন/এইচআই

ঐকমত্য কমিশন বিএনপি সালাহউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর