Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনাল খেলায় টিকে থাকার প্রস্তুতি নিতে হবে: নজরুল ইসলাম খান


৩ জুলাই ২০১৮ ২২:২১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বর্তমান ক্ষমতাসীন সরকার বেগম জিয়াকে চিকিৎসা সেবা তো দেবেই না। তাকে বেঁচে থাকতেও দেবে না। তাই আমাদের ফাইনাল খেলায় টিকে থাকতে প্রস্তুতি নিতে হবে।

মঙ্গলবার (৩ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে চিকিৎসক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের এইটুকু বিশ্বাস করতে হবে। আমাদের অধিকাংশ নেতা-কর্মী শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গেও আমরা রাজনীতিতে ছিলাম এখনো আছি। ভবিষ্যৎকালেও থাকবো। আমরা রাজনীতি করি, বর্তমান যে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে তাও দলীয় সিদ্ধান্তেই হচ্ছে। আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি। আপনারা অপেক্ষা করুন একটা নিদিষ্ট সময়ে বিস্ফোরণ ঘটবে।

নজরুল ইসলাম খান আরও বলেন, আমাদের সমাজে পেশাজীবী মানুষের মধ্যে ডাক্তাররা অধিক ধৈর্যশীল, তারা শান্তিতে ধৈর্যের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে থাকে। আজকে তাদের বেদনা, তাদের ক্ষোভ দেখে বোঝা যায় সাধারণ মানুষের মাঝে কতটা ক্ষোভ রয়েছে।

এখন সময় প্রতিবাদের, এখন সময় প্রতিরোধের, এখন সময় বিজয়ের বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশের সভাপতিত্ব করেন,অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, আজকে সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রীদের লাঞ্ছিত করা হয়। সরকারের শীর্ষ সন্ত্রাসীদের ভি আই পি সেবা দেওয়া হয়, খালেদা জিয়ার চিকিৎসা করা হয় না। আমাদের অহিংস আন্দোলনে বেগম জিয়ার মুক্তি হবে না। হাতের বদলে হাত, গুলির বদলে গুলি, কামানের বদলে কামান ব্যবহার করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসও/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর