Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী আসন ১০০-তে উন্নীত করতে প্রায় সব দল একমত: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ২১:২৬

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।সারাবাংলার ফাইল ছবি

ঢাকা: জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংরক্ষিত আসন ১০০-তে উন্নীত করার বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

ড. আলী রীয়াজ বলেন, ‘আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদে নারী আসন ১০০-তে উন্নীত করার ব্যাপারে প্রায় সব দল একমত হয়েছে। তবে তারা চায়, বিদ্যমান ৫০টি আসন অক্ষুণ্ন রেখে ধাপে ধাপে তা বাড়িয়ে ১০০ করা হোক।’

বিজ্ঞাপন

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীকাল (৩০ জুলাই) নারী প্রতিনিধিত্বের বিষয়ে একটি পূর্ণাঙ্গ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।

কমিশনের সহ-সভাপতি জানান, মহাহিসাব নিরীক্ষক নিয়ে কমিশনের প্রস্তাবে বেশিরভাগ দলের সম্মতি রয়েছে। এই বিষয়ে আরও একবার প্রস্তাবনা উপস্থাপন করা হবে। অন্যদিকে ন্যায়পাল নিয়েও রাজনৈতিক দলগুলো চাইছে, সংবিধানের বিদ্যমান কাঠামোর মধ্যেই বাস্তবায়িত হোক।

ড. রীয়াজ বলেন, ‘জাতীয় সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে। কেউ কেউ মৌখিকভাবে কিছু সংশোধনের কথা বলেছেন। আমরা তাদের অনুরোধ করেছি বুধবার দুপুরের মধ্যে লিখিত মতামত জানাতে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো আপত্তি আসেনি।’

তিনি আরও জানান, প্রথম দফায় যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলোর তালিকা বুধবার তাদের কাছে পাঠানো হবে।

আলী রীয়াজ বলেন, ‘আমরা আশাবাদী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে পারব। এর আগেই সব দলের সঙ্গে সংলাপ এবং খসড়ার চূড়ান্ত যাচাই সম্পন্ন করার চেষ্টা করছি।’

সারাবাংলা/এফএন/এইচআই

আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশন নারী আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর