ঢাকা: জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স দেশের বাজারে আনলো তাদের নতুন হট ৬০ সিরিজের স্মার্টফোন। মঙ্গলবার (২৯ জুলাই) থেকে দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে হট ৬০ প্রো প্লাস, হট ৬০ প্রো, হট ৬০আই। ইনফিনিক্সের ধারাবাহিক উদ্ভাবনের সর্বশেষ সংযোজন এই হট সিরিজ, যা নতুন প্রজন্মের তরুণ ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে তৈরি—একটি পরিপূর্ণ টেক-ফ্যাশন আইকন হিসেবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিরিজটির সবচেয়ে আকর্ষণীয় মডেল হলো হট ৬০ প্রো প্লাস, যার পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার। এটি বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি বাঁকানো পর্দার ফোন হিসেবে পরিচিত। এতে রয়েছে আকর্ষণীয় কার্ভড এজ অ্যামোলেড ডিসপ্লে, প্রায় বেজেল মুক্ত চমকপ্রদ ভিজ্যুয়াল উপস্থাপনা।
অন্যদিকে হট ৬০ প্রোর পুরুত্ব ৬.৬ মিলিমিটার এবং ১৭০ গ্রাম ওজনে স্টাইলিশ ফ্ল্যাট-এজ ডিজাইন নিয়ে এসেছে, যা দৃষ্টিনন্দন। টেকসইতার জন্য উভয় ফোনেই ব্যবহার করা হয়েছে কর্নিং, গরিলা, গ্লাস ৭আই, যা স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত আঘাতের বিরুদ্ধে অধিক সুরক্ষা দেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মার্টফোন ব্যবহারকারীর দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে ইনফিনিক্স হট সিরিজে যুক্ত করা হয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ফলে ভিডিও দেখা, গেম খেলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল বা ব্রাউজিংয়ের ক্ষেত্রে দেয় স্মুথ অভিজ্ঞতা।
এই সিরিজে নতুন সংযোজন অ্যাডাপটিভ ওয়ান-ট্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার, যা ব্যবহারকারীর অভ্যাস বুঝে দ্রুত পছন্দের অ্যাপ বা অপশন দেখায়। পাশাপাশি ইনফিনিক্সের নিজস্ব এক্সওএস ১৫ অপারেটিং সিস্টেম থাকায় পরিমার্জিত ভিজ্যুয়াল, মসৃণ নেভিগেশন এবং ব্যক্তিগতকরণ সুবিধা এনে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়িয়েছে।
দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি ফোনেই রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার কার্যক্ষমতা পাঁচ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। আছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা, যা কম সময়ে ব্যাটারি পূর্ণ করতে সাহায্য করবে। চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০, যা গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিংয়ে দেবে স্মুথ অভিজ্ঞতা।
ছবির দিক থেকে, হট ৬০ প্রো প্লাস-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরযুক্ত পেছনের ক্যামেরা, যা কম আলোতেও পরিষ্কার ও রঙিন ছবি তুলতে সক্ষম।
অন্যদিকে, হট ৬০ প্রো-তে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকলেও সেটি সনি সেন্সর নয়। উভয় ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যা সেলফি বা ভিডিও কলের জন্য উপযুক্ত।