Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই শহিদদের স্মরণে জামায়াতের জাতীয় সেমিনার শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ২১:৩৬

ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জাতীয় সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

‘জুলাই ২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এই সেমিনারে আলোচনার পাশাপাশি ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ শীর্ষক বইয়ের বাংলা একাদশ ও দ্বাদশ খণ্ড এবং ইংরেজি প্রথম থেকে দ্বাদশ খণ্ডের মোড়ক উন্মোচন করা হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদসদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডা. হেলাল উদ্দিন, উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দিন মোল্লা এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।

সেমিনারটি যাতে সর্বস্তরের মানুষের দৃষ্টিগোচর হয়, সে জন্য ভেন্যুর ভিতরে ও বাইরে দুটি এলইডি স্ক্রিন স্থাপন এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় নেতারা, বিশিষ্ট নাগরিক ও চিন্তাশীল ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন বলে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই

জুলাই শহিদ জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর