Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

সারাবাংলা ডেস্ক
২৯ জুলাই ২০২৫ ২২:৪৯

৩৯টি শুন্য পদে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো ও সার্কিট হাউসে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নেওয়া হবে ৩০ জন।

অফিস সহায়ক: ১৫টি

নিরাপত্তা প্রহরী: ৭টি

পরিচ্ছন্নতাকর্মী: ৭টি

মালি: ১টি

নরসিংদী সার্কিট হাউসে নেওয়া হবে ৯ জন।

বাবুর্চি: ২টি

বেয়ারার: ৩টি

নিরাপত্তা প্রহরী: ১টি

মালি: ১টি

পরিচ্ছন্নতাকর্মী: ২টি

আবেদনের বয়সসীমা:
এ বছরের ১৭ আগস্ট তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

বিজ্ঞাপন

আবেদনের প্রক্রিয়া:

আবেদনকারীকে নির্ধারিত ফরমে স্বহস্তে আবেদন করতে হবে। আবেদন ফরম জেলা প্রশাসক, নরসিংদীর ওয়েবসাইট (narsingdi.gov.bd), জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা এবং forms.portal.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত https://file-dhaka.portal.gov.bd/uploads/d22c1bea-1b20-4b54-bdbf-4bed695cb014//688/0c8/2ff/6880c82ff2344491907720.pdf

এই ঠিকানায় জানা যাবে।

পরীক্ষার ফি:

পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা অফেরতযোগ্য অটোমেটেড চালানের (এ চালান) মাধ্যমে নির্দিষ্ট কোডে (জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক কোড নং- ১০৭০১০১১০০৭১৯ ও অর্থনৈতিক কোড নং-১৪২২৩২৬) জমা প্রদান করে চালানের কপি আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি এবং ১০/- টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেট যুক্ত ৯.৫x৪.৫ সাইজের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা এবং অন্যান্য কোটার ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হবে এবং এ–সংক্রান্ত সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। আবেদনপত্র জেলা প্রশাসক, নরসিংদী বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ আগস্ট ২০২৫ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এসআর

চাকরির খবর নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর