পাবনা: নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাবনা জেলা সাবরেজিস্ট্রার দ্বীপক কুমার সরকারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সাব-রেজিস্টার অফিসের সামনে সর্বস্তরের ভুক্তভুগী সাধারণ জনগণ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের বক্তব্য দেন আফজাল হোসেন, আকাশ, মজিবুর রহমানসহ সর্বস্তরের জনগণ।
বক্তারা বলেন, ‘ঘুষখোর, দুর্নীতিবাজ, ইস্কনের সদস্য, আওয়ামী লীগের দোসর জেলা সাব-রেজিস্ট্রার দ্বীপক কুমার সরকার। তিনি প্রতিটা দলিল লেখতে ৫ হাজার করে টাকা দাবি করেন।’ এ ছাড়াও তার বিরুদ্ধে নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেন তারা।
এ সময় বক্তারা আরও বলেন, ‘সাব-রেজিস্টার প্রতিমাসে একদিন অফিস করেন। এতে করে দিন দিন রেজিস্ট্রি অফিস সেবা থেকে বঞ্চিত হচ্ছে সর্বস্তরের জনগণ।’ দ্রুত এই সাব-রেজিস্ট্রারের বদলি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে এসে শেষ হয়।