Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দুটি হাসপাতালকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা, ১টি সিলগালা


৩ জুলাই ২০১৮ ২২:৪০

।। স্টাফ করেসপন্ডেট ।।

ঢাকা: রাজধানীর মিরপুর-১০ এলাকায় বিশেষ অভিযানে দুটি হাসপাতালকে বিভিন্ন অভিযোগে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি হাসপাতালকে সিলগালাও করা হয়।

মঙ্গলবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত র‌্যাবের ভ্রাম্যমান অভিযানে গ্যালাক্সি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারকে ১১ লাখ টাকা এবং আলোক হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকাসহ এ দুটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় গ্যালাক্সি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারকে অনির্দিষ্ট কালের জন্য সিলগালা করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সারাবাংলাকে বলেন, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ ব্যবহার এবং মজুদ, কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রক্ত সঞ্চালন, অপারেশন থিয়েটারে বিভিন্ন রোগ নির্ণয় যন্ত্রের মেয়াদ না থাকাসহ বিভিন্ন অভিযোগে হাসপাতাল দুটিকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া গ্যালাক্সি হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মেয়াদৌত্তীর্ণ ঔষধ ও রোগ নির্ণয় ছাড়া চিকিৎসাসেবা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। তাই যেখানে এসব অভিযোগ পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে। এমনি কি এ অভিযান নিরবিচ্ছিন্নভাবে পরিচালনার জন্য র‌্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে।

সারাবাংলা/এসএইচ/এমআই

বিজ্ঞাপন

ভারতের ভিসা পেলেন না পরীমণি
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬

আরো

সম্পর্কিত খবর