Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি লিবারেল মাইন্ডস’র সভাপতি সাকিব, সম্পাদক রাজীব

কুবি করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ২৩:৩৪

কুবি লিবারেল মাইন্ডস’র সভাপতি সাকিব ও সম্পাদক রাজীব

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহশিক্ষা সংগঠন ‘লিবারেল মাইন্ডস’ কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি পদে এম এস সাকিব (১৩তম ব্যাচ), সহ-সভাপতি (ভিপি) পদে মো. জাহিদ হোসাইন (১৪তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মোহাম্মদ রাজীব (১৪তম ব্যাচ) মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) লিবারেল মাইন্ডস কার্যনির্বাহী কমিটি -২০২৫ এর কনভেনর মো. হারুন, সদস্য তারিন বিনতে এনাম এবং এক্স অফিসিও অধ্যাপক ড. এম এম শরীফুল করীম সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৮ মে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান লিবারেল মাইন্ডসের আংশিক কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নতুন কমিটিতে কে. এম. ইশতিয়াক রহমান (১৫তম ব্যাচ) কোষাধ্যক্ষ পদে, কাজী তাহসিন আহমেদ (১৬ তম ব্যাচ) ক্রীড়া সম্পাদক পদে এবং মোহাম্মদ নাঈম খান (১৮ তম ব্যাচ) প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ফাতেহা আক্তার (১৬তম ব্যাচ) রিডিং সার্কেলের কনভেনর মনোনীত হয়েছেন, রায়হানুল বারি রাসেল (১৮তম ব্যাচ), আবু ইশরাক (১৮তম ব্যাচ) এবং জারিন আনান রিডিং সার্কেলের সদস্যরা হিসেবে দায়িত্ব পালন করবেন। ডিবেট ও ল্যাঙ্গুয়েজ ক্লাবের কনভেনর হয়েছেন মোহাম্মদ ফারুক (১৬তম ব্যাচ); মাকসুদ নূর (১৭তম ব্যাচ), উমামা (১৭তম ব্যাচ) এবং জাফরিন তাসনিম (১৮তম ব্যাচ) ডিবেট ক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে ইংলিশ থিয়েটারে আসমা-উল-হুসনা (১৬তম ব্যাচ) কনভেনর এবং সুমাইয়া তাবাসসুম (১৬তম ব্যাচ), জাফরিন আলম জুঁই (১৬তম ব্যাচ), ইশতিয়াকুল ইশরাক (১৮তম ব্যাচ) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও কালচারাল মিউজিক ক্লাবের কনভেনরের দায়িত্ব পেয়েছেন সামিন শাহরিয়া (১৬তম ব্যাচ) এবং ইফফাত সাবরিন রিনি (১৭তম ব্যাচ), জে এন ডিয়া (১৭তম ব্যাচ), আনজুম জান্নাত শৈলী (১৮তম ব্যাচ) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভাপতি এম এস সাকিব বলেন, ‘এক ঝাঁক মেধাবী ও কর্মোদ্দম সদস্যদের নিয়ে লিবারেল মাইন্ডস এর ২০২৫ কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সদস্য হতে পারাটা একইসঙ্গে আনন্দের এবং সম্ভাবনার। শুধুমাত্র নতুন সদস্যরা ছাড়া বাকি সবাই কোনো না কোনো সময়ে লিবারেল মাইন্ডসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আশা করি, পুরোনোদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুনদের সঙ্গে নিয়ে এই কমিটি বিভাগের সহশিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করবে।’

তিনি আরও বলেন, ‘শুধু বিভাগের মঞ্চেই নয়, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে বাহ্যিক পরিমন্ডলেও শিক্ষার্থীদের পরিস্ফুটিত হওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি করে দিয়ে সম্মান এবং গৌরবের সঙ্গে আমাদের এই কমিটি বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। আশা করি, এই কমিটির মেয়াদ শেষ হওয়ার সময়টায় পেছনে ফিরে তাকালে সাফল্যের অনন্য কিছু উদাহরণ তৈরি করার স্মৃতিচারণ করতে পারবো, যা এই কমিটি সৃষ্টির উদ্দেশ্যকে এক অভূতপূর্ব অনন্য উচ্চতায় স্থান দিবে। লিবারেল মাইন্ডস কমিটির একজন সদস্য হিসেবে এটাই আমার একান্ত চাওয়া এবং কর্তব্যও বটে। আমাদের এই কমিটির প্রত্যেকটি সদস্যই এই উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে একযোগে একাগ্রচিত্তে কাজ করে যাবে।’

উল্লেখ্য, লিবারেল মাইন্ডস কার্যনির্বাহী কমিটি-২০২৫ আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

সারাবাংলা/এইচআই

এম এস সাকিব কুবি মোহাম্মদ রাজীব লিবারেল মাইন্ডস