Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সংঘর্ষের পর বিএনপি নেতা গিয়াস কাদেরের সব পদ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ২৩:৪০ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ০০:০১

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। চট্টগ্রামে গিয়াস কাদেরসহ দলটির দুই নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত এসেছে। এর আগে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে কয়েকমাস ধরে নিজ এলাকায় দলের অভ্যন্তরে হানাহানি, সংঘাতে মদদ দেওয়ার সুষ্পষ্ট অভিযোগ আছে বলে উল্লেখ করা হয়েছে। এতে গিয়াস কাদেরের উদ্দেশে বলা হয়, ‘আপনাকে বারবার দল থেকে সতর্ক করার পরও আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সুতরাং, দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আপনার প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাউজান উপজেলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম আকবর খোন্দকারসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ভাঙচুরের পাশাপাশি কয়েকটি যানবাহনে আগুনও দেওয়া হয়।

উল্লেখ্য, গোলাম আকবর খোন্দকার এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরী উভয়ের বাড়ি রাউজান উপজেলায়। উভয়ে রাউজানের সাবেক সংসদ সদস্য। রাউজানে বিএনপির নেতাকর্মীরা এ দুই নেতার আলাদা বলয়ে বিভক্ত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে রাউজানে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। এতে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে বলে গণমাধ্যমের ভাষ্য।

মঙ্গলবার বিকেলে রাউজান পৌরসভা সদরের সুলতানপুরে গোলাম আকবর খোন্দকার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও রাউজান উপজেলার সাবেক সভাপতি প্রয়াত মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতের জন্য নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা পৌর সদরে মোটর সাইকেল শোভাযাত্রা বের করে। এক পর্যায়ে পৌরসভার ছত্তারহাট এলাকায় উভয় গ্রুপ মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

সারাবাংলা/আরডি/পিটিএম

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম পদ স্থগিত বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর