Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ০০:৫৯ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ০১:১৯

ঢাকা: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র মধ্যে শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় এ আলোচনা শুরু হয় এবং বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

এর আগে, বেলা সাড়ে ১২টায় অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়। পরবর্তী দফা বৈঠক হবে বুধবার সকাল ৯টায়।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকের আগে আজ সকালে ওয়াশিংটনে পৌঁছায় বাংলাদেশ প্রতিনিধি দল।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রতিনিধি দলে আরও রয়েছেন—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।

বিজ্ঞাপন

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি।

সারবাংলা/জিএস/এসএস

আলোচনা বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর