Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ আটক ৩


৩ জুলাই ২০১৮ ২২:৪৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা:  রাজধানীর উত্তর বাড্ডায় র‌্যাবের অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব -৭ এর সদস্যরা। এ সময় জসিম (২৭), জাকির (২৮) এবং মুজিবর রহমান (৩৮) নামে তিন যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযোন চালিয়ে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের বিপরীত দিকের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। র‌্যাব ৭ এর কোম্পানি-১ এর কমান্ডার সাফায়েত জামিলের নেতৃত্বে পারিচালিত হয় হয় এ অভিযান।

আটকৃত জসিমের গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়। তার পিতার নাম সোনা মিয়া হাওলাদার। জাকিরের গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার সদর উপজেলায়। তার পিতার নাম মৃত সৈয়দুর রহমান। মুজিবর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দ্বেবীদার উপজেলায়। পিতার নাম মৃত আব্দুস সোবহান।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার নুরজ্জামান সারাবাংলাকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে কয়েকজন যুবক। তারই প্রেক্ষিতে সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

সারাবাংলা/এসএইচ/এমআই

বিজ্ঞাপন

ভারতের ভিসা পেলেন না পরীমণি
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬

আরো

সম্পর্কিত খবর