Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐকমত্য কমিশনের সংলাপে অগ্নিকাণ্ডের প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ০১:২৬ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ০১:২৮

ঐকমত্য কমিশনের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলাকালীন অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটি মঙ্গলবার (২৯ জুলাই) সংশ্লিষ্ট উৎসস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও ফায়ার অ্যালার্ম সিস্টেমের কারিগরি বিশ্লেষণ শেষে প্রতিবেদন দাখিল করে। ওইদিন অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি মর্মে তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে। অ্যাকাডেমির কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় অ্যালার্ম বন্ধ করা হয়। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য তুলে ধরা হয়।

এর আগে, সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সংলাপ চলাকালীন সময়ে অ্যাকাডেমির ফায়ার অ্যালার্ম সিস্টেম হঠাৎ সক্রিয় হয়ে পড়ে। এতে রাজনৈতিক নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে বৈঠকস্থল ত্যাগ করেন।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই একাডেমি কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব বিবেচনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

প্রতিবেদনে বলা হয়, ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর সম্ভাব্য আগুন বা ধোঁয়ার উৎস শনাক্তে তাৎক্ষণিকভাবে অ্যাকাডেমির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে সরেজমিন পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অ্যালার্ম সিস্টেমের কারিগরি বিশ্লেষণের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে—ওইদিন সেখানে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

তদন্ত কমিটি অ্যালার্ম বাজার সম্ভাব্য কারণ হিসেবে আর্দ্রতা, তাপমাত্রার তারতম্য এবং স্মোক ডিটেক্টরের ভেতর ধুলাবালি বা পোকামাকড়ের উপস্থিতিকে চিহ্নিত করেছে।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে এবং ভবনের গুরুত্ব বিবেচনায় ফায়ার সেফটি সাইনেজ, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সরঞ্জামের হালনাগাদ এবং নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

সারাবাংলা/এফএন/এসএস

অগ্নিকাণ্ড ঐকমত্য কমিশন কমিটি তদন্ত সংলাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর