রাশিয়ার পূর্বাঞ্চলে বুধবার (২৯ জুলাই) ভোরে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা থেকে সৃষ্ট সুনামি ঢেউ জাপানসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।
ভূমিকম্পের ঘটনায় রাশিয়ার কামচাটকা উপদ্বীপ ও কুরিল দ্বীপপুঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে হাওয়াই, আলাস্কা, জাপান, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, হোক্কাইদোর দক্ষিণ উপকূলের তোকাচি এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে। অন্যদিকে, রাশিয়ার সেভেরো-কুরিলস্ক শহরে প্রথম সুনামি ঢেউয়ের আঘাত রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। শহরটিতে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ বসবাস করে। ভূমিকম্পের পর পরবর্তী কিছু সময়ের মধ্যে ৬ দশমিক ৯ মাত্রার একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভূমিকম্পের সময় বাসিন্দারা জুতা কিংবা গায়ে কিছু না দিয়েই রাস্তায় নেমে পড়েন। অনেক ভবনের বারান্দা কেঁপে ওঠে, ঘরের আসবাবপত্র ভেঙে পড়ে, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্প থেকে সৃষ্টি হওয়া সুনামি হাওয়াই দ্বীপপুঞ্জে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।