ঢাকা: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং নগরায়নের ফলে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে রাজধানী ঢাকা অন্যতম দূষিত শহর হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে কিছুটা স্বস্তি ফিরেছে বায়ুমানে।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর প্রকাশিত তথ্যে দেখা গেছে, ৮২ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর নিয়ে ঢাকার অবস্থান এখন বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম। এই স্কোরকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, ১৯৫ একিউআই স্কোর নিয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো (১৬৩), তৃতীয় দুবাই (১৫৭), চতুর্থ ভিয়েতনামের হ্যানয় (১৩৮) এবং পঞ্চম কাতারের দোহা (১৩৫)।
একিউআই স্কোর অনুযায়ী বায়ুমানের শ্রেণিবিন্যাস:
- ০–৫০: ভালো
- ৫১–১০০: মাঝারি
- ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর (বাড়ির বাইরে কার্যক্রম সীমিত করার পরামর্শ)
- ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ (গুরুতর স্বাস্থ্যঝুঁকি)