Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে কলকাতাগামী বাসের ধাক্কা, ভারতীয়সহ আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১১:০৫ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১১:০৮

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ব্যাটারিবোঝাই ট্রাকের পেছনে কলকাতাগামী বাসের ধাক্কায় ৮ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরে এই ঘটনা ঘটে। ঘটনার পর মহাসড়কে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়ামুখী লেনে একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক ট্রাকটি রাস্তার মেরামতের কাজ করছিলেন। ওই সময় একই লেনে চলমান একটি বাস পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে যায় এবং কয়েকজন যাত্রী আটকে পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকায় পাঠিয়েছে। ট্রাকে থাকা ব্যাটারিগুলো থেকে ধোঁয়া বের হলে ফায়ার সার্ভিসের পানিবাহী ইউনিট তা নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণে দোগাছি এলাকা থেকে পেছনের দিকে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে বিভিন্ন যানবাহন ছনবাড়ি ব্রিজের নিচ দিয়ে সার্ভিস রোড ব্যবহার করে বিকল্প পথে মাওয়ার দিকে চলাচল শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে যান চলাচল স্বাভাবিক করা হয়। উভয় যানবাহন বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন- বাসের সুপারভাইজার আরিফুল ইসলাম (৪২), বাসযাত্রী কলকাতার নাগরিক শেখ শাকিল (২৫) ও শেখ আজিজুর রহমান (৪০), যশোরের হাবিবুর জামান (২৫) ও নোয়াখালীর আবদুল আল মামুন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনেই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সারাবাংলা/এনজে

আহত বাসের ধাক্কা ভারতীয় মাওয়া এক্সপ্রেসওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর