নরসিংদী: দেশগড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে পথসভা অনুষ্ঠিত হবে আজ বুধবার (৩০ জুলাই)।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত থেকেই নরসিংদীতে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ। এইচএসসি পরীক্ষায়ার কারণে পিছিয়ে দুপুরে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পর পদযাত্রায় অংশ নেবেন তারা।
শহরের জেলখানা মোড় (তাহমিদ চত্বর) থেকে শুরু করে নরসিংদী পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে দিনের কর্মসূচি শেষ করে সভারে আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
পদযাত্রায় অংশ নিতে জুলাই বিপ্লবের অন্যতম ও জাতীয় নাগরিক পাটি-এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, শামান্তা শারমিনসহ অন্যান্যরা বক্তব্য দিবেন।