তার গায়েই উঠতে যাচ্ছে রিয়ালের আইকনিক ১০ নম্বর জার্সি, আভাস পাওয়া গিয়েছিল আগেই। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। নতুন মৌসুমেই রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি পরবেন কিলিয়ান এমবাপে।
ফ্রান্স জাতীয় দলে অনেকদিন ধরেই ১০ নম্বর জার্সি পরছেন এমবাপে। গত মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে রিয়ালে আসার পর তাকে দেওয়া হয়েছিল ৯ নম্বর জার্সি। পুরো মৌসুমেই এই জার্সি পরে রিয়ালের হয়ে আলো ছড়িয়েছেন এই ফরাসি তারকা।
তবে নতুন মৌসুমে বদলে যাচ্ছে তার জার্সি নম্বর। ১০ নম্বর জার্সি পাচ্ছেন এমবাপে, গুঞ্জনটা উঠেছিল বেশ কয়েকদিন আগেই। গত রাতে রিয়ালের ইন্সটাগ্রাম পোস্ট অনেকটাই নিশ্চিত করেছে সেই গুঞ্জন।
এই পোস্টে দেখা যায়, রিয়ালের ড্রেসিংরুমে ঝুলছে ১০ নম্বর জার্সি। সেই জার্সিতে লেখা এমবাপের নাম। সেই পোস্টে লাইকও দিয়েছেন এমবাপে। ১০ নম্বর জার্সি পরে হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন এমবাপে, এমন ছবি কমেন্ট করেছেন কিছুদিন আগেই রিয়াল ছেড়ে এসি মিলানে যাওয়া লুকা মদ্রিচ। দীর্ঘ ১ যুগ তিনিই ছিলেন এই জার্সির মালিক।
রিয়ালের হয়ে ১০ নম্বর জার্সি পরেছেন ফ্র্যাংক পুসকাস, মাইকেল লাউড্রপ, লুইস ফিগো, ক্ল্যারেন্স সিডর্ফ, মেসুত ওজিল, লুকা মদ্রিচের মতো তারকা ফুটবলাররা। এমবাপে ক্লাব ফুটবলে সবশেষ ১০ নম্বর জার্সি পরেছিলেন ফরাসি ক্লাব মোনাকোর হয়ে।