Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় ভূমিকম্প
সুনামি সতর্কতায় সরানো হয়েছে জাপানের পারমাণবিক কেন্দ্রের কর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৫ ১২:৩৮ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১২:৪১

জাপানের ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সৃষ্ট সুনামি সতর্কতায় বুধবার (৩০ জুলাই) জাপানের ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পের পর পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে সুনামির সতর্কতা।

২০১১ সালের ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্ত এই পারমাণবিক কেন্দ্রে বর্তমানে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টিইপিসিও) কাজ চালিয়ে যাচ্ছে। সংস্থাটির এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘আমরা সকল কর্মী ও কর্মকর্তাকে সরিয়ে নিয়েছি। তবে এখন পর্যন্ত পারমাণবিক স্থাপনায় কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।’

বিজ্ঞাপন

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩ মিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। সতর্কতা জারি করা হয়েছে হোক্কাইদো থেকে ওয়াকায়ামা পর্যন্ত কয়েকশ কিলোমিটার উপকূলজুড়ে।

আরও পড়ুন- রাশিয়ার পূর্বাঞ্চলে ৮.৮ মাত্রার ভূমিকম্প, জাপানে সুনামির আঘাত

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি টাস্কফোর্স গঠন করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জন্য আমাদের সতর্কবার্তা জারি রয়েছে। সবাইকে নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানানো হচ্ছে।’

সংবাদমাধ্যম গার্ডিয়ানের বরাতে জানা গেছে, এরইমধ্যে হোক্কাইদো অঞ্চলে প্রথম সুনামি ঢেউ আঘাত হেনেছে। প্রায় ৩০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ কয়েকটি স্থাপনা উপকূল থেকে ভাসিয়ে নিয়ে গেছে।

প্রসঙ্গত, ২০১১ সালের ৯ মাত্রার ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মারাত্মক বিপর্যয় দেখা দেয়, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা।

বর্তমানে যদিও পারমাণবিক কেন্দ্রটি বন্ধ আছে। ভূমিকম্প ও সুনামির প্রেক্ষিতে কেন্দ্রে কোনও তেজস্ক্রিয়তার ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

সারাবাংলা/এনজে

জাপান পারমাণবিক কেন্দ্র ভূমিকম্প রাশিয়া সুনামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর