Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দফতরসমূহে মাউশির জরুরি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৪:১৭ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৪:২১

ছবি: সারাবাংলা

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন কিছু অফিস ও প্রতিষ্ঠানে ওয়েবসাইট না থাকায় আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা নির্দেশিকা ২০২৪-২৫ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন অফিস বা প্রতিষ্ঠান সমূহের প্রধান প্রতিশ্রুতি হালনাগাদপূর্বক কাল নাগাদকৃত সেবা প্রদান প্রতিশ্রুতি সংশ্লিষ্ট দফতর বা সংস্থার ওয়েবসাইটে আপলোড ও প্রদর্শন নিশ্চিতকরণের নির্দেশনা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতদসত্বেও লক্ষ্য করা যাচ্ছে যে অধিদফতরের আওতাধীন বেশ কিছু দফতরে ওয়েবসাইট নেই। তার আওতাধীন যে সকল অধিদফতরে ওয়েবসাইট নেই সে সব দফতর প্রধানকে ওয়েবসাইট না থাকার কারণ ব্যাখ্যা এবং ওয়েবসাইট তৈরির বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে জানাানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

ওয়েবসাইট মাউশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর