ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করেছে ছাত্রদল। আগামী ৩ আগস্ট সমাবেশটি শাহবাগে অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘‘আমরা যেহেতু ছাত্র সমাবেশের কর্মসূচিটি প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাভ করি, তাই কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার। তারপরও একটি উদার গণতান্ত্রিক সংগঠন হিসেবে আমরা এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ নিয়েছি। আমাদের ৩ আগস্টে সমাবেশটি সেদিন কেন্দ্রীয় শহিদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে।’’
তিনি বলেন, ‘‘একান্তই উদার রাজনৈতিক অবস্থানের উদাহরণ হিসেবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো ভোগান্তি তৈরি হয়, এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দূঃখ প্রকাশ করছি।’’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, সিনিয়র সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ।