Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৪:৪০ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৪:৪৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সংবাদ সম্মেলন।

শরীয়তপুর: শরীয়তপুরের সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় সদর উপজেলার আলোছায়া সিনেমা হল সংলগ্ন প্রবীন হিতৈষী সংঘের জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইমরান আল নাজির বলেন, শরীয়তপুরের মনোহর বাজার-ইব্রাহীমপুর ফেরিঘাট সড়কে একই স্থানে এবং একই সময়ে দুটি প্রকল্প দেখিয়ে একটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এতে জড়িত রয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৯-২০ অর্থবছরে ৭৮ কোটি টাকা ব্যয়ে ৩৪ ফুট প্রশস্ত ও ৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়। পরে নির্মাণ কাজ ধীরগতিতে চলায় এবং অসম্পূর্ণ রেখেই ২০২২-২৩ অর্থবছরে একই স্থানে ১৮ ফুট প্রশস্ত আরেকটি প্রকল্প (পিএমপি) দেখিয়ে ২৪ কোটি টাকার নতুন কার্যাদেশ অনুমোদন করা হয়।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে আরও বলেন, দুটি প্রকল্পের কাজ প্রায় একই রকম হলেও বাস্তবে একটি মাত্র রাস্তা নির্মিত হয়েছে এবং ২০২৪ সালের জুন মাসে উভয় প্রকল্পের পূর্ণ বিল উত্তোলন করা হয়েছে।

পাশাপাশি পদ্মা সেতুর সংযোগ সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলায় কয়েকগুণ বেড়েছে জনদুর্ভোগ। অথচ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এ সমস্যার কোনো কার্যকর সমাধান দিচ্ছেন না। এই অনিয়ম ও দুর্নীতির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব কাউসার মৃর্ধা, সাবেক যুগ্ম আহবায়ক ফাতেমা ইয়াসমিনসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে

দুর্নীতির অভিযোগ সড়ক নির্মাণ সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর