Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৫:০২ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৫:০৫

জেলা ও দায়রা জজ আদালত, রাজবাড়ী।

রাজবাড়ী: রাজবাড়ীতে ডলার ব্যবসার জেরে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় খোরশেদ সরদার ও শাহজাহান নামে দুই ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে খোরশেদ সরদার এবং পটুয়াখালীর দশমিনা থানার আউলিয়াপুর গ্রামের মৃত হাশেম আলী সরদারের ছেলে শাহজাহান।

বিজ্ঞাপন

নিহত বাবু খান শরীয়তপুর জেলার নুড়িয়া উপজেলার মসুরা গ্রামের সেকেন্দার খানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ডলার ব্যাবসার সূত্র ধরে গত ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শরিয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন ক্ষেতে নিয়ে পেটের ডান পাশে কুপিয়ে হত্যা করা হয় বাবু খানকে। পরের দিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। সেইসঙ্গে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে খোরশেদ সরদার ও শাজাহান সরদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, ‘হত্যাকাণ্ডটি ক্লুলেস ছিল। কিন্তু পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করে রহস্য উদঘাটন করে। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।’

সারাবাংলা/এসডব্লিউ

যাবজ্জীবন কারাদণ্ড হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর