ঢাকা: একশ’ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৩১ জুলাই)। এদিন বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) তথ্য অধিদফরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে।
উল্লেখ্য, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এর ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) ‘ড্র’ অনুষ্ঠিত হয়। সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে।
ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুযায়ী, বন্ডে নির্দেশিত বিক্রয় তারিখ হতে ন্যূনতম ২ (দুই) মাস অতিক্রমের পর উক্ত বন্ড ‘ড্র’ এর আওতায় আসে;
পুরস্কারপ্রাপ্ত বন্ড ফেরৎ দেয়া হয় না, তবে বন্ডে অভিহিত মূল্য পুরস্কারের অর্থের সাথে প্রদান করা হয়;
‘ড্র’ অনুষ্ঠানের তারিখ হতে দুই বছরের মধ্যে পুরস্কারের টাকা দাবী করতে হয়;
পুরস্কারপ্রাপ্ত অর্থ হতে ২০% উৎসে কর কর্তন করে পুরস্কারের টাকা প্রদান করা হয়;
ওয়েব সফটওয়্যারের সাথে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত ফলাফলের কোনো গরমিল/অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে বাংলাদেশ ব্যাংকের ফলাফল চূড়ান্ত বলে গণ্য হবে।
আইআরডি জানায়, প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকার ১টি, ৩,২৫,০০০/- (তিন লাখ পঁচিশ হাজার) টাকার ১টি, ১,০০,০০০/- (এক লাখ) টাকার ২টি, ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ২টি এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার ৪০টি-সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।