Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাবেশ স্থান পরিবর্তনে ছাত্রদলকে ধন্যবাদ এনসিপি’র

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৫:৪৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৫:৫৩

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় বিএনপি ও ছাত্রদলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে এনসিপি।

বুধবার (৩০ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে জানান এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি লেখেন, “আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরণ ঘটবে।”

বিজ্ঞাপন

এর আগে, বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ৩ আগস্ট শহিদ মিনারে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু একই দিনে একই স্থানে এনসিপিও সমাবেশের ঘোষণা দেয়। পরে এনসিপির পক্ষ থেকে সমাবেশ স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হলে ছাত্রদল সিদ্ধান্ত পরিবর্তন করে সমাবেশ শাহবাগে স্থানান্তর করে।

উল্লেখ্য, জুলাই মাসজুড়ে চলা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণ’ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল এই ছাত্র সমাবেশের আয়োজন করছে। অন্যদিকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণ’ ও ‘জুলাই সনদ ঘোষণা’  উপলক্ষে কর্মসূচি ও সমাবেশের আয়োজন করছে এনসিপি।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

এনসিপি ছাত্রদল সমাবেশ সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর