চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মসলা বাটার নোড়া দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে তার স্বামী।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত কুলসুমা বেগম (৪০) ও তার স্বামী আজিজুল হক এবং তাদের তিন মেয়ে ও এক ছেলে খোয়াজনগর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। পেশায় রাজমিস্ত্রী আজিজের বাড়ি বান্দরবানের লামা উপজেলার পূর্ব পালং।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে পারিবারিক বিষয়ে ঝগড়ার মধ্যে স্ত্রীকে মারধর শুরু করেন আজিজুল। একপর্যায়ে মসলা বাটার একটি নোড়া দিয়ে কুলসুমার মাথায় আঘাত করা হয়। এতে কুলসুমা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সন্তান ও প্রতিবেশীরা মিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘স্ত্রীকে খুন করে স্বামী আজিজুল হক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। কুলসুমার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।’